রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বাহুবলে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত 

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবলে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত 

হবিগঞ্জের বাহুবলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ওয়াহিদ নামে একজন নিহত ও প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। ঘটনাটি মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের বাবনাকান্দী গ্রামে ঘটে।

জানা যায়, উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের বাবনাকান্দী গ্রামের রফিক উল্লাহর ছেলে মো. আরজু মিয়া তার ভাই আব্দুল হাই, দিদার মিয়া, সিতার মিয়া ও আফরোজ মিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবত বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ চলে আসছিলো। 

এ বিরোধের জের ধরে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আরজু মিয়া ও আব্দুল হাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আরজু মিয়ার পক্ষ নেয় তার ভাই মর্তুজ মানিক মিয়াসহ তাদের সঙ্গে যোগ দেয় গ্রামের একটি অংশ।

আর এদিকে গ্রামের অপর একটি অংশ আব্দুল হাই, দিদার মিয়া, সিতার মিয়া, আফরোজ মিয়ার পক্ষ নিলে উভয়ের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সংঘর্ষে ইছাক উল্লাহর ছেলে ওয়াহিদ মিয়া নিহত ও উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়। আহতদের  মধ্যে ৩০ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জালাল মিয়া, আব্দুল হাই, কবির মিয়া, আরিফ উল্লাহ, সিতার মিয়াসহ ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অন্য আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানার ওসি মো. মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

টিএইচ